ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অস্কারজয়ী ‘আনোরা’ দেখবেন যেভাবে

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১১:৫০ এএম

এবারের অস্কারে ছয়টি বিভাগে মনোনয়ন পেয়ে পাঁচটিতেই পুরস্কার জিতেছে ‘আনোরা’। এর মধ্যে আছে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মৌলিক চিত্রনাট্যের মতো গুরুত্বপূর্ণ পুরস্কার। কিন্তু এত পুরস্কার জেতা সিনেমায় কী আছে এবং কীভাবে সেটি দেখা যাবে চলুন জেনে নেই-

যা নিয়ে সিনেমা
কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। দুজন বিয়ে করে, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা সিনেমাটি আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাঁদের স্বপ্নের টানাপোড়েনের গল্প। সঙ্গে সিনেমার পরতে পরতে লুকিয়ে থাকা ডার্ক হিউমারেরও প্রশংসা করেন সমালোচকেরা।

কোথায় দেখবেন
এই উপমহাদেশের দর্শকেরা সিনেমাটি দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ১৭ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পাবে ‘আনোরা’।

তবে তার আগেও সিনেমাটি দেখার ব্যবস্থা আছে। অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি প্লাস ও জি-ফাইভ প্ল্যাটফর্মগুলো থেকে সিনেমাটি ভাড়া নিয়ে বা কিনে দেখা যাবে।

উল্লেখ্য, ‘আনোরা’ কিন্তু প্রাপ্তবয়স্কদের সিনেমা। এতে বেশ কিছু অন্তরঙ্গ ও নগ্ন দৃশ্য আছে, তাই দেখার আগে বিষয়টি মাথায় রাখা জরুরি।

JA
আরও পড়ুন