ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যুক্তরাজ্যের উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন

আপডেট : ২১ মে ২০২৫, ০৯:২০ পিএম

টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মেহজাবীন অভিনীত ‘সাবা’র যাত্রা শুরু হয়। পরে সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ওসাকা, ডালাস চলচ্চিত্র উৎসবসহ একাধিক উৎসবে জায়গা করে নিয়েছেন। কিন্তু এবারের উৎসবটি মেহজাবীন চৌধুরীর জন্য একটু অন্য রকম। কারণ, তিনি এবার অভিনেত্রী হিসেবে প্রতিযোগিতা করবেন।

যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন মেহজাবীন।

উচ্ছ্বসিত এই অভিনেত্রী বলেন, ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একই তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় অর্জন। আমি চাই আরও ভালো কাজ করতে, আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে।

দেশের সিনেমা নিয়ে আশাবাদী অভিনেত্রী মেহজাবীন। তিনি মনে করেন, এখনই সময় দেশের সিনেমার বিকাশ, নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার।

তিনি বলেন, বাংলাদেশের গল্প আন্তর্জাতিক অঙ্গনেও প্রাসঙ্গিক। এটা তো কেবল শুরু। বাংলাদেশ যেমন এবারও কান চলচ্চিত্র উৎসবে প্রবেশ করেছে, অচিরেই আমাদের প্রতিভার ছাপ বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে। আমাদের ইন্ডাস্ট্রির সদস্যদের কাছ থেকে আরও সহযোগিতা প্রত্যাশা করি, যেন সম্মিলিতভাবে ইন্ডাস্ট্রি আরও বড় হতে পারে।

রেইনড্যান্স উৎসবের ওয়েবসাইট থেকে জানা যায়, ‘সাবা’ ন্যারেটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে। প্রথম সিনেমার পরিচালক হিসেবে মাকসুদ হোসাইনের মনোনয়নের পাশাপাশি ডিসকভারি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। পরিচালক মাকসুদ হোসাইনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মেহজাবীন। বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও ‘সাবা’ এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

Raj/AHA
আরও পড়ুন