ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আবারও সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা শাবনূর

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৮:৩৩ এএম

আবারও আলোচনায় নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ‘রঙ্গনা’ সিনেমার শুটিংয়ের জন্য ডিসেম্বরে দেশে ফিরছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক আরাফাত হোসেন।

সময়ের পরিক্রমায় অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন অনেক আগেই। এর মধ্যে কয়েকবারই সিনেমায় ফেরার কথা জানিয়েছিলেন নায়িকা। এরপর তিনি সত্যি ফিরেছিলেন লাইট-ক্যামেরার সামনে। 

২০২৪ সালের এপ্রিলে ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে দীর্ঘ অনেক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ান শাবনূর।
মে মাসে অর্ধেকের বেশি সিনেমাটির দৃশ্যধারণ শেষ করে আবার সিডনিতে ফিরে যান নায়িকা। এরপর কেটে যায় ১৪ মাসেরও বেশি সময়।

চলতি বছরের ৮ আগস্ট থেকে সিনেমার বাকি অংশের শুটিং হওয়ার কথা থাকলেও দেশের চলমান পরিস্থিতির কারণে দেশেই ফিরতে পারেননি শাবনূর।

এরপর ‘রঙ্গনা’র দ্বিতীয় ধাপের শুটিং শুরু করার কথা থাকলেও পরে জানা যায়, সম্মানীর কারণে শাবনূরের নতুন শিডিউল পাচ্ছেন না এই নির্মাতা। মাঝপথে থেমে গেছে ‘রঙ্গনা’র কাজ।

এর আগে শাবনূর জানিয়েছিলেন, নির্মাতা তার সঙ্গে নাকি কথা দিয়ে কথা রাখেননি। সব মিলিয়ে এমনও রটনা রটে, সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে শাবনূর তার ভক্তদের আশ্বস্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি সিনেমাটিতে কাজ করছেন।

এ বিষয়ে এই সিনেমার নির্মাতা আরাফাত বলেন, দ্বিতীয় লট শুটিংয়ের আগে কিছু প্রস্তুতির প্রয়োজন ছিল, তাই বিরতি। এখন সব প্রস্তুতি সম্পন্ন। আশা করছি ডিসেম্বরেই আবার ‘রঙ্গনা’র ক্যামেরা চালু করব।

চলচ্চিত্রটিতে শাবনূরের পাশাপাশি রয়েছেন কাজী হায়াৎ, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মিলি বাশার প্রমুখ। থাকছে তিনটি মৌলিক গান-লিখেছেন কবির বকুল, সুর ও কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। গল্প লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপে রয়েছেন তন্ময় মুক্তাদির।

AHA
আরও পড়ুন