ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এক মিনিটের ভিডিওতে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১১:১৮ এএম

ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া অভিনিত সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘জিন ৩’ তেমন সাড়া ফেলতে পারেনি। তবে সিনেমাটির আইটেম গান ‘কন্যা’-তে তার ঝলমলে উপস্থিতি দর্শকদের মন কেড়ে নিয়েছিল।

এরপর গত বছরের জুলাই আন্দোলন ঘিরে সম্প্রতি আইনি জটিলতায় জড়িয়ে পড়ে জেলে যেতে হয় তাকে।যদিও দ্রুতই জামিনে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন ফারিয়া। ফারিয়াকে এখন নিয়মিত বিভিন্ন ইভেন্ট, সাক্ষাৎকার, ফটোশুট এবং প্রোমোশনাল ভিডিওতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি মেকওভার ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন নায়িকা। এক মিনিটের সেই ভিডিওটি প্রকাশের সঙ্গেই ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে দুই ভিন্ন সাজে। প্রথম লুকে তিনি পরেছিলেন একটি ঝলমলে লাল শাড়ি, যা তাকে করেছে আরও আকর্ষণীয়। তার সাজে ছিল ভারী গয়নার ছড়াছড়ি-কপালে টিকলি, কানে ঝুমকো দুল, গলায় চওড়া নেকলেস, আর নাকে ছিল ছোট্ট একটি নোজ রিং। তার হাতে মানানসই চুড়ি ও বালা ছিলো, যা পুরো লুকটিতে এনে দিয়েছে রাজকীয় এক দৃপ্ততা।

এরপর নুসরাত ফারিয়াকে দেখা যায় সাদা পোশাকে, যেখানে তার গয়নায় ছিল এক ভিন্নমাত্রার শৈল্পিক ছোঁয়া। এই লুকে তার রূপে ফুটে উঠেছে এক ধরণের স্নিগ্ধতা, যা আগের চেয়েও বেশি আকর্ষণীয়। কানে ছিল ঝোলানো দুল, তবে সেগুলোর নকশা ছিল প্রথম লুকের তুলনায় আলাদা। গলায় পরেছেন চিকন একটি চোকার, আর হাতে রয়েছে ব্রেসলেট ও আংটি। এ লুকে ফারিয়ার চুল ছিল বেণি করে বাঁধা এবং মুখে ফুটে ছিল মধুর হাসি, যা তার কোমল সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে।

ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে তা সময় নেয়নি। অসংখ্য নেটিজেন ফারিয়ার রূপের প্রশংসা করে মন্তব্য করতে থাকেন।

 

NB/SN
আরও পড়ুন