ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুপারম্যান- এর খলনায়ক টেরেন্স স্ট্যাম্প মারা গেছেন

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৫:০৪ পিএম

‘সুপারম্যান’ সিনেমায় খলনায়ক জেনারেল জড চরিত্রে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প মারা গেছেন। রোববার (১৭ আগস্ট) সকালে ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

ছয় দশকেরও বেশি সময়জুড়ে অভিনয়জীবনে স্ট্যাম্প হয়ে উঠেছিলেন ব্রিটিশ চলচ্চিত্রের এক কিংবদন্তি মুখ। ১৯৬২ সালে Billy Budd সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার, যেটি দিয়েই তিনি অস্কার ও বাফটার মনোনয়ন পান সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে।

স্ট্যাম্পের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে The Adventures of Priscilla, Queen of the Desert, Far from the Madding Crowd, Valkyrie, এবং Queen of the Desert।

তার পরিবার এক বিবৃতিতে জানায়, অভিনেতা ও লেখক হিসেবে টেরেন্স স্ট্যাম্প যে অসাধারণ কীর্তি রেখে গেছেন, তা বহু বছর ধরে মানুষকে ছুঁয়ে যাবে।

ষাটের দশকে স্ট্যাম্প ছিলেন ব্রিটিশ ফ্যাশন ও সাংস্কৃতিক অঙ্গনের আলোচিত নাম। অভিনেত্রী জুলি ক্রিস্টি ও সুপারমডেল জিন শ্রিম্পটনের সঙ্গে তার সম্পর্ক নিয়েও গণমাধ্যমে নানা আলোচনা হয়েছে। বিশ্বাস করা হয়, ‘Waterloo Sunset’ গানের `Terry meets Julie' লাইনটি স্ট্যাম্প ও জুলিকে ঘিরেই লেখা হয়েছিল।

টেরেন্স স্ট্যাম্পের মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্রে এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটলো।

DR/FJ
আরও পড়ুন