ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিল্পীদের কোনো দল নেই, তারা সার্বজনীন : অপু বিশ্বাস

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ এএম

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় আয়োজিত এক সমাবেশ মঞ্চে বক্তব্য দেওয়ায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন। তাকে নিয়েও কেউ কেউ নেতিবাচক মন্তব্য করছেন। 

এ বিষয়ে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘শিল্পীদের কোনো দল নেই। তারা সার্বজনীন। তাই যখন গুরুত্বপূর্ণ ব্যক্তি, দল, বা প্রতিষ্ঠান শিল্পীদের সহচার্য চান তখন শিল্পীরা সাড়া দেন। বিএনপির সমাবেশেও তাই হয়েছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘একটি বড় দল হিসেবে তারা তাদের সমাবেশে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। সে আমন্ত্রণকে সম্মান জানিয়ে সেখানে হাজির হয়েছি। তাই সবাইকে স্বাভাবিকভাবে দেখার অনুরোধ করছি।’

এর আগে, বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় অপু বিশ্বাসের সাথে ছিলেন অভিনেতা নিরব হোসেন। 
নিরব-অপুকে আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন। অপু বিশ্বাস ও নিরব যাচ্ছেন জেনে বিপুল সংখ্যক জনতা সেখানে হাজির হন।

HN
আরও পড়ুন