জনপ্রিয় মালয়েশিয় কৌতুকাভিনেতা ও ইউটিউবার নাইজেল এনজি গত ১৯ জুলাই পর্তুগালের সিন্ট্রায় মিয়ামি-ভিত্তিক আইনজীবী বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা আহমেদকে বিয়ে করেছেন। নাইজেল তার জনপ্রিয় চরিত্র ‘আঙ্কেল রজার’র জন্য সারাবিশ্বে পরিচিত।
নাইজেল এনজি ও সাবরিনা আহমেদের ভালোবাসার গল্পটি অনেকটা সিনেমার মতো ছিল। মিয়ামিতে একটি অনুষ্ঠানে প্রথম দেখা হওয়ার পর একটি ডেটিং অ্যাপে অপ্রত্যাশিতভাবে তাদের পুনরায় সংযোগ ঘটে।
এরপর ২০২২ সালে বোস্টন বিমানবন্দরে তাদের প্রথম দেখা হয়। সাবরিনার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে নাইজেল ২০২৪ সালের এপ্রিলে টোকিওর ইনোকাশিরা পার্কে চেরি ফুলের নিচে তাকে বিয়ের প্রস্তাব দেন।
পর্তুগালের সিন্ট্রায় তাদের বিয়ের অনুষ্ঠানটি ছিল দুই সংস্কৃতির এক সুন্দর সেতুবন্ধন। এটি ছিল একটি বহু-দিনের উদযাপন, যেখানে সাবরিনার বাংলাদেশি ঐতিহ্যকে সম্মান জানানো হয়েছিল মেহেদি, হালকা রঙের সাজসজ্জা এবং ঐতিহ্যবাহী নাচের মাধ্যমে।
এর পাশাপাশি একটি চীনা টি সেরিমনি এবং একটি ওয়েস্টার্ন-স্টাইলের রিসেপশনেরও আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রাধান্য দেওয়া হয় পরিবার, সংস্কৃতি এবং ভালোবাসাকে।
সাবরিনা আহমেদ মিয়ামিতে একজন বিলাসবহুল রিসোর্ট ডেভেলপারের কর্পোরেট কাউন্সেল হিসেবে কাজ করেন এবং তিনি বাংলাদেশি-আরব বংশোদ্ভূত। তাদের বিয়ের এই খবরটি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
খুনি হাসিনার এমন বিচার হবে, পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন মেনে নেবে: সারজিস