চলতি বছর জুনে মারা যান বলিউডের ‘কাটা লাগা’ গার্ল খ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী শেফালি জারিওয়ালা। তার মৃত্যুর কারণ হিসেবে বার্ধক্যরোধী ওষুধ খাওয়ার অভ্যাসকে দায়ী করে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। সম্প্রতি সে কারণকে অসত্য বলে দাবি করেছেন অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, এক পডকাস্টে অংশ নিয়ে পরাগ দাবি করেন, খবরে ভুল তথ্য প্রকাশিত হয়েছে। খবরে যে তথ্য ছড়িয়েছে তা পুরোপুরি মিথ্যা। পরাগ বলেন, শেফালির মৃত্যুর কারণ হিসেবে দায়ী করা হয়েছে অ্যান্টি এজিং ওষুধকে। আমি জানতে চাই কোন অ্যান্টি এজিং ওষুধ?
তিনি আরও বলেন, শেফালি আসলে প্রতিদিন মাল্টিভিটামিন খেতে চাইতো না, তাই মাসে একবার আইভি ড্রিপের মাধ্যমে মাল্টিভিটামিন নিতো। এর মধ্যে ছিল ভিটামিন সি, কোলাজেন আর গ্লুটাথিয়ন যা অন্যতম সেরা অ্যান্টিঅক্সিডেন্ট।
ক্ষোভ প্রকাশ করে শেফালির স্বামী বলেন, শেফালির মৃত্যুর দিন উপোস থাকা নিয়েও গুজব ছড়িয়েছে। সেদিন ও উপোস করেছিল ঠিকই কিন্তু পূজা শেষ করে খাবার খেয়েছিল, তারপর ঘুমিয়েছিল এবং পরে আবার খেয়েছিল। একেবারেই না খেয়ে ছিল—এটা সম্পূর্ণ মিথ্যা। আমি জানি না, এই উপোসের গল্প কোথা থেকে কে ছড়ালো?
শেফালির লাইফস্টাইল নিয়ে তিনি বলেন, শেফালি সব সময় স্বাস্থ্য ও সৌন্দর্য নিয়ে সচেতন ছিল। তার মানে এই নয় নিজেকে বঞ্চিত করে খাবার নিয়ন্ত্রণ রাখতো। ছুটির দিনে আইসক্রিম, চাইনিজের মতো পছেন্দের খাবার খেতে ভালোবাসতো। ব্যালান্সড লাইফই ওর মূল মন্ত্র ছিল। তাই বলবো, দয়া করে সত্য যাচাই করে তবেই কথা বলুন।
গত ২৭ জুন মধ্যরাতে মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান বলিউড অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত শেফালি জারিওয়ালা। মৃত্যুর দিন তার স্বামী দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হয়, অ্যান্টি এজিং ওষুধ খাওয়ায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় শেফালির। তবে অভিনেত্রীর মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি তার পরিবার।
