ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বুসান উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ পেলো কিরগিজ চলচ্চিত্র কুরাক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় চালু হওয়া জুলাই মেমোরিয়াল প্রাইজ পেয়েছে কিরগিজ চলচ্চিত্র ‘কুরাক’।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে ছবির পরিচালক এরকে ঝুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

চলতি বছর থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে। সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামকে প্রাধান্য দিয়ে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ওন।

পুরস্কারপ্রাপ্ত ছবি কুরাক শুরু হয় ২০২০ সালে বিশকেকের নারী বিক্ষোভের দৃশ্য দিয়ে। সেখানে পুলিশের গ্রেপ্তার ও পুরুষদের হামলায় ভেঙে যায় সমাবেশ। সেখান থেকে গল্প প্রবাহিত হয় দুই তরুণী- গোপনে ওয়েবক্যাম মডেল মীরিম ও সদ্য প্রেমে পড়া নারগিজার জীবনে। তাদের কাহিনির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নারীর অধিকার আন্দোলন, পারফরম্যান্স আর্ট ও প্রদর্শনীর আর্কাইভ ফুটেজ।

কিরগিজ ভাষায় কুরাক শব্দের অর্থ প্যাচওয়ার্ক। নামের মতোই চলচ্চিত্রটি বিভিন্ন নারীর কণ্ঠস্বরকে একত্র করে নিপীড়নের দেয়াল ভেদ করে প্রতিরোধের আওয়াজ তোলে।

MH/MMS
আরও পড়ুন