শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে নাটক, সিনেমা ও গান-নৃত্যের পাশাপাশি বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।
বিশেষ নাটক ‘পরান পাখি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে আজ রাত ৯টায়। সাধনা আহমেদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন শরিফা আখ্তার রুবী। রাত সাড়ে ১০টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদসহ আরও অনেকে।
বিকেল ৫টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে সাকিলা মতিন মৃদুলার আবৃত্তি ও সঞ্চালনায় ‘ভালোবাসার মাতৃভাষা’। এতে অতিথি হয়েছেন কথাশিল্পী ও শিক্ষাবিদ ড. সৈয়দ মনজুরুল ইসলাম। এনটিভিতে দুপুর ১টায় প্রচার হবে বিশেষ নাটক ‘স্বরে অ’। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইমন, সুমাইয়া শিমু, দিলারা জামান, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।
রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘বর্ণ’। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে অভিনয় করেছেন ফরহান আহমেদ জোভান, পারসা ইভানা ও শাহতাজ মনিরা হাশেম প্রমুখ। দুপুর ১টায় দীপ্ত টিভিতে প্রচার হবে তৌকীর আহমেদের পরিচালনায় বাংলা সিনেমা ‘স্ফুলিঙ্গ’। এতে অভিনয় করেছেন পরীমনি, শ্যামল মাওলা প্রমুখ।
বৈশাখী টিভিতে রাত ১০টায় প্রচার হবে বিশেষ নাটক ‘ভাষা ও ভালোবাসা’। এতে অভিনয় করেছেন জার্মানি অভিনেত্রী ইভা মজিউল, আরিফিন শুভ প্রমুখ। রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে তুহিন হোসেনের পরিচালনায় বিশেষ নাটক ‘সময়ের গল্প’। নাটকটির একটি দৃশ্য।
