আবারো বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। মালয়ালম অভিনেতা সুজিত রাজেন্দ্রন কোচিতে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। গত ২ এপ্রিল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, এর্নাকুলামের আলুভা-পারভুর রোডে আলওয়ে সেটেলমেন্ট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি ব্যস্ত রাস্তায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন সুজিত। দুর্ঘটনায় গভীরভাবে আহত হয়েছিলেন এই মালয়ালম অভিনেতা।
দুর্ঘটনার পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করান। যেখানে তিনি এক সপ্তাহ ধরে তার জীবনের জন্য লড়াই করছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৩২ বছর বয়সী এই অভিনেতার প্রাণ।
প্রসঙ্গত, ২০১৮ সালে নির্মাতা সুগীতের 'কিনাভাল্লি'র ছবির মাধ্যমে বিনোদন জগতে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন সুজিত রাজেন্দ্রন। তিনি আমেরিকান বহুজাতিক কোম্পানিতে নিজের কেরিয়ার বিসর্জন দিয়ে অভিনয়ের প্রতি মনোসংযোগ করেন। তিনি তার প্রথম চলচ্চিত্র কিনাভাল্লিতে একটি গান গেয়েছিলেন এবং তার জন্য ব্যাপক সাড়া পেয়েছেন এই অভিনেতা। সূত্র: টাইমস নাউ, টাইমস অব ইন্ডিয়া।
