ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঈদে ডন হয়ে আসছেন আসিফ

আপডেট : ১১ জুন ২০২৪, ১১:৩৭ এএম

জনপ্রিয় গায়ক আসিফ দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে অডিও ও সিনেমার গান গেয়ে পেয়েছেন অনেক সাফল্য ও স্বীকৃতি। এবার তিনি অভিনয়েও নাম লিখিয়েছেন। আজকাল গানে খুব একটা নিয়মিত নন তিনি। নানামুখী পরিকল্পনা আর ব্যস্ততায় নিজেকে জড়িয়ে রেখেছেন।

ঈদে ভক্তদের সামনে এবার নতুনভাবে হাজির হচ্ছেন তিনি। যেখানে তাকে ডন হিসেবে দেখা যাবে। আসিফ জানান, বিগ বাজেটের একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে আসছেন তিনি। তিনি বলেন, ‘প্রায় সাড়ে তিন বছর হতে চলল নতুন কোনো মিউজিক ভিডিও আসেনি। এ সময়টাতে আমি রেকর্ডিংয়ে বেশি মনোযোগ দিয়েছি। তবে এখন ভাবছি নতুন কিছু নিয়ে আসব। বিগ বাজেটের একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে আসছি। এটা আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হবে। গানের নাম দ্য লাস্ট ডন। আমি ডন হয়ে আসছি। গানে আমাকে একজন ডনের ভূমিকায় দেখবেন দর্শক। এতে আমার অ্যাকশনদৃশ্য থাকবে। দৃশ্যগুলো উপভোগ করবেন ফ্যানরা।’ 

গানের মিউজিক ভিডিওটি আসিফ আকবরের ইউটিউব চ্যানেল প্রকাশ হবে। সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর, সংগীতায়োজন করেছেন জাভেদ আহমেদ কিসলু। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ হয়েছে। নির্মাণ করেছেন সৈকত নাসির। গানের গল্প ভাবনাও আসিফ আকবরের নিজের।

আসিফ বলেন, দর্শক-শ্রোতারা এখানে আমাকে নতুনভাবে পাবেন।’ গল্প প্রসঙ্গে তিনি জানান, একজন গায়কের আনন্দের জীবন। তার চোখে ধরা পড়ে যাপিত জীবনের নানা দিক। সে নিজেও নোংরা সমাজের একটা অংশ। বিচার না পেয়ে নিজের হাতেই আইন তুলে নেয়। নারীপাচার, মানবপাচারের বিরুদ্ধে প্রতিবাদের গল্প এটি।

গীতিকার সুহৃদ সুফিয়ান বলেন, ‘আগুন’ গানের হাত ধরে বেশ কয়েক বছর আসিফ আকবর ভাইয়ের খুব কাছে থাকার সৌভাগ্য হয়েছে আমার। খুব কাছ থেকে তাকে দেখেছি, তার চিন্তাভাবনাগুলো প্রত্যক্ষ করেছি। আমি মনে করি, ভাইকে খুব কাছ থেকে দেখার ফলশ্রুতিতে ‘দ্য লাস্ট ডন’ গানটি লেখা আমার জন্য সম্ভব হয়েছে। 

সুরকার জাভেদ আহমেদ কিসলু বলেন, চমৎকার কথা ও আসিফ ভাইয়ের গায়কী মাথায় রেখে সুর করেছি। আশা করি, গানটি সবার মাঝে সাড়া ফেলবে।

MB/FI
আরও পড়ুন