নেপালের মুস্তাং জেলার ‘জমসম’ শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত; বিশেষ করে বলিউড নির্মাতাদের পছন্দের লোকেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯ হাজার ফুট উঁচুতে অবস্থিত এই শহরেই চিত্রায়িত হয়েছে সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহানের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’।
জানা গেছে, মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র ঠাণ্ডার মধ্যেই শুটিং সম্পন্ন হয়েছে গানটির। ‘ও জান’ মিউজিক ভিডিওর মাধ্যমে এই প্রথম একসঙ্গে পর্দায় দেখা যাবে সুনেরাহ ও রেহানকে। ব্যতিক্রমী লোকেশন ও সিনেমাটিক ভিজ্যুয়ালের কারণে পুরো শুটিং অভিজ্ঞতাই ছিল ভিন্নরকম।
এটি গত বছর আলোচিত গান ‘ময়না’-র পর একই টিমের দ্বিতীয় প্রজেক্ট। আগের মতোই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল। এবার সুরে নতুন মাত্রা যোগ করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজনও করেছেন আভ্রাল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সুনেরাহ বলেন, জমসম প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। ঠাণ্ডা ছিল প্রচণ্ড, তবে জায়গাটার সৌন্দর্য সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। দর্শক গানটি দেখলে শুধু গল্প নয়, এই জায়গার প্রেমেও পড়ে যাবেন।
নির্মাতা তানিম রহমান অংশু জানান, বাংলাদেশ, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই মিউজিক্যাল ফিল্ম। তিন দেশের শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয়েছে ‘ও জান’।
সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বহুল প্রত্যাশিত এই রোম্যান্টিক মিউজিক ভিডিও।
বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা সরকার
