গত বছরের ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনের অন্যতম চর্চিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। খবর পিঙ্কভিলা’র।
মুক্তির পর থেকেই বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করে চলেছে। এই সিনেমা হিন্দি বাজারে ৭০০ কোটি টাকার বিশাল মাইলফলক অর্জন করেছে।
চতুর্থ সপ্তাহেও দর্শকপ্রিয়তায় শীর্ষে রয়েছে সিনেমাটি। নতুন বছরের শুরুতে, ১ জানুয়ারি, ‘পুষ্পা ২’ ৭০০ কোটির মাইলফলক ছাড়িয়ে যায়। ২৯তম দিনে সিনেমাটি সংগ্রহ করেছে ৩.২৫ কোটি, যার ফলে হিন্দি সংস্করণের মোট আয় দাড়িয়েছে ৭১১ কোটি টাকায়।

সপ্তাহভিত্তিক আয়ের পরিসংখ্যানে দেখা যায় পুষ্পা ২-এর হিন্দি নেট কালেকশন প্রথম সপ্তাহে ৩৮৯ কোটি টাকা, দ্বিতীয় সপ্তাহে ১৭৮ কোটি টাকা, তৃতীয় সপ্তাহে ৯৪.৭৫ কোটি টাকা, ও চতুর্থ সপ্তাহে ৪৯.২৫ কোটি টাকা। মোট আয় ৭১১ কোটি টাকা।
চলতি ট্রেন্ড অনুযায়ী, পুষ্পা ২ হিন্দি সংস্করণে ৭৫০-৭৭৫ কোটি টাকার মধ্যে আয় করতে পারে। ভারতজুড়ে এর মোট আয় ইতিমধ্যেই ১৩৩০ কোটি টাকা এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ১৬০০ কোটির কাছাকাছি পৌঁছেছে। সুকুমার পরিচালিত এই মাস অ্যাকশন ড্রামা, দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। বক্স অফিসে রাজত্ব বজায় রাখতে প্রস্তুত পুষ্পা ২, এখন দেখার বিষয় এটি আর কতদূর যেতে পারে।

সুকুমার পরিচালিত পুষ্পা-২ : দ্য রুল-এ আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এটি পুষ্পা সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল, যা মূলত রেড স্যান্ডালউড চোরাচালানের গল্প নিয়ে নির্মিত।
তৃতীয় সপ্তাহেও বক্স অফিস কাঁপাচ্ছে ‘পুষ্পা ২’
এবার ‘পুষ্পা ২’ সিনেমার দৃশ্যে কংগ্রেস নেতার আপত্তি