প্রতি বছরের মতো এবারও পাঠকের পদচারণায় জমে উঠছে অমর একুশে বইমেলার আসর। বই মেলার চতুর্থ দিনে পাঠক ও দর্শনার্থী সংখ্যা বেড়েছে। এসেছে ৪৭টি নতুন বই।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, প্রতিবারের মতো এবারও মেলায় বসেছে একাধিক দৃষ্টিনন্দন ও বড় বড় স্টল। এসব স্টলের সামনে ভিড় করছেন পাঠক ও দর্শনার্থীরা। বই কেনার পাশাপাশি স্মৃতি সংরক্ষণ করতে তুলছেন ছবিও।
কয়েকটি দৃষ্টিনন্দন স্টল
বিশ্ব সাহিত্য কেন্দ্র: দৃষ্টিনন্দন স্টলের তালিকায় শুরুতে আছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। প্রতিবছরের মতো এবার একটি বড় ও বিশেষ ডিজাইনের স্টল বসিয়েছে এই প্রকাশনী। দোতলা বাসের আকৃতির এই স্টলটি ইতোমধ্যে নজর কেড়েছে পাঠকদের।
আকাশ: বাঁশ ও বাঁশের চাটাই ব্যবহার করে এবারও পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন ইকো স্টল বসিয়েছে আকাশ প্রকাশনী। মেলায় এ স্টলটি অন্যমাত্রার সৌন্দর্য বৃদ্ধি করেছে। পল্লী ধারার এই স্টলটিতেও ভিড় করছেন পাঠক, ক্রেতা, দর্শনার্থীরা। বই কেনার পাশাপাশি আকাশ প্রকাশনী ছবি তোলার জন্য দর্শনার্থীদের পছন্দের শীর্ষে থাকে।

ইতি প্রকাশন: জুলাই অভ্যুত্থানের পর এবার মেলায় সাবেক প্রয়াত রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের একটি বড় ছবি যুক্ত করে স্টল বসিয়েছে ইতি প্রকাশন। মেজর জিয়ার ছবি দেখে স্টলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। মেলার ২২ নম্বরে থাকা এই স্টলটিও অনেক বড় এবং দৃষ্টিনন্দন।
বাতিঘর: ঢাকা ও আশপাশের বইপ্রেমীদের কাছে বাতিঘর লাইব্রেরি ও প্রকাশনী পূর্বপরিচিত হওয়ায় বইমেলায় এই স্টলটিতে সব সময়ই পাঠকদের ভিড় থাকে। তবে শুধু পূর্ব পরিচয়ই নয়, বাতিঘরের এই স্টলটির সৌন্দর্যও আকৃষ্ট করছে পাঠক, দর্শনার্থীদের। স্টলটির কাঠামো ও সাজসজ্জা অন্যান্য স্টল থেকে আলাদা। দোচালা ঘর আকৃতির এই স্টলটিও পাঠকদের মনে ধরেছে।

অন্যধারা: জাতীয় সংসদের আকৃতি দিয়ে এবারের বইমেলায় স্টল বসিয়েছে অন্যধারা প্রকাশনী। প্রতিবছরই মেলায় তারা একটি বড় স্টল বরাদ্দ নেয় এবং ভিন্ন ভিন্ন আকৃতির স্টল তৈরি করে। জাতীয় সংসদ আকৃতির এই স্টলটিও দর্শকদের নজরে এসেছে। অনেকেই স্টলটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: জুলাই গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও এবার বইমেলায় স্টল বরাদ্দ পেয়েছে। বাংলা একাডেমির ভেতরের মেলা প্রাঙ্গণে দর্শকদের নজর কেড়েছে স্টলটি। জুলাই অভ্যুত্থানের বিভিন্ন সময়ের আন্দোলনের একাধিক ছবি-সংবলিত প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছে স্টলটির আশপাশ।

এছাড়াও এবার বইমেলায় পুথিনিলয়, ইউপিএল, প্রথমা, আগামী প্রকাশনী, স্টুডেন্ট ওয়েজ, ভাষাচিত্র, মিজান পাবলিশার্সসহ বেশ কয়েকটি প্রকাশনী দৃষ্টিনন্দন স্টল বসিয়েছে।
বই কিনতে এসে স্টলগুলো ঘুরে ঘুরে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন জাহান। তিনি বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রত্যন্ত এলাকায় থাকায় এর আগে বইমেলায় আসার সুযোগ হয়নি। প্রথমবার বইমেলায় এসেছি। বই কেনার থেকে পুরো মেলা ঘুরে দেখতে বেশি ভালো লাগছে। কয়েকটি স্টল অনেক সুন্দর করে সাজিয়েছে। আকাশ, পাঠক সমাবেশ, বিশ্ব সাহিত্য কেন্দ্রসহ অন্যান্য প্রকাশনী নজর কেড়েছে। এছাড়াও অনেক প্রকাশনীর স্টল ভালো লেগেছে। আমি এই প্রকাশনীগুলো সম্পর্কে আগে জানতাম না।’
