সম্প্রতি উদীচীর ব্যানারে ‘মুখোশ’ নামে একটি পথনাটক মঞ্চস্থ করা হয়েছে। যা নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে চলছে নানা বিতর্ক ও সমালোচনা। তবে বিতর্কিত ‘মুখোশ’ নাটকটি উদীচীর নয় বলে দাবি সংগঠনটির।
সোমবার (২৪ ফেব্রয়ারি) সকালে উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন স্বাক্ষরিত সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করে উদীচী।
বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘উদীচী থেকে বের হয়ে যাওয়া একটি অংশ সংগঠনের নাম ব্যবহার করে সম্প্রতি ‘মুখোশ’ নামের একটি বিতর্কিত পথনাটক মঞ্চস্থ করেছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফতে উদীচী কেন্দ্রীয় সংসদ অবগত হয়েছে। এ অংশটি দীর্ঘদিন উদীচীর ভেতরে থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংস্কৃতিক বয়ান প্রচার করে এসেছে। গত ২৩তম জাতীয় সম্মেলনের (৬-৮ ফেব্রুয়ারি-২০২৫) কাউন্সিল অধিবেশনে উপস্থিত সারাদেশের প্রতিনিধিরা এ অংশটির তৎপরতা ও বক্তব্যকে প্রত্যাখান করেছে। কাউন্সিল অধিবেশন সমাপ্তের পর তারা সকল প্রকার সাংগঠনিক বিধি ভঙ্গ করে অবৈধভাবে আরেকটি কমিটির ঘোষণা দেয়। সেই অংশটি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন, তাদের বয়ান ফেরি করাসহ নানা গণবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে উদীচী জানায়, ‘বিতর্কিত ওই নাটকে দেখা গেছে গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন নিয়ে একটি কথাও নেই। নেই ২৪-এর গণহত্যার কথাও। উপরন্তু ৫ আগস্টের পর যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তার দায় জুলাই অভ্যুত্থানের ওপর চাপানোর প্রচ্ছন্ন ও হীন অভিসন্ধি রয়েছে নাটকটির পরতে পরতে।’
বিবৃতিতে উদীচী আরও জানায়, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে সারাদেশে চলমান মব সন্ত্রাস, মাজার-দরগাহ ভাঙচুর এবং অন্যান্য নৈরাজ্যের বিরুদ্ধে উদীচী প্রথম থেকেই সোচ্চার। এসব নৈরাজ্য অবিলম্বে বন্ধ করার লক্ষে লড়াই জারি থাকবে। তবে ‘মুখোশ’ নামের ওই পথনাটকটির অভিসন্ধি ও বক্তব্য উদীচী কেন্দ্রীয় সংসদের সাম্প্রতিক লড়াই-সংগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তা ছাড়া যে অংশটি উদীচীর নাম ব্যবহার করে এমন অপতৎপরতা চালাচ্ছে তারা জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যাকারীদের পক্ষ নেওয়ার চেষ্টা করেছে, উদীচীকে অভ্যুত্থানে নিষ্ক্রীয় রাখার সব চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। এখন উদীচীর জাতীয় সম্মেলনে প্রত্যাখাত হয়ে তারা এসব অপতৎপরতা চালাচ্ছে। তাদের অপতৎপরতা সারাদেশের সংস্কৃতি কর্মীদের চরম হতাশ ও ক্ষুব্ধ করে তুলেছে।’
লিখিত বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদ জানায়, দ্ব্যর্থহীন কণ্ঠে উদীচী ঘোষণা দিচ্ছে যে, এই নাটক উদীচীর নয় এবং এর সঙ্গে উদীচীর কোনো সম্পৃক্ততাও নেই। এ ধরনের যে কোনো বিচ্ছিন্ন এবং আওয়ামী ফ্যাসিস্ট পুনর্বাসনের তৎপরতাকে উদীচী প্রতিহত করবে।
উদীচীর নাম ব্যবহারকারী ওই অংশটি এখনো উদীচীর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও গ্রুপগুলো কেন্দ্রীয় কমিটিকে বুঝিয়ে দেয়নি। উপরন্তু সেসব মাধ্যম ব্যবহার করে উদীচীর নামে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে।তাদের প্রচারণায় দেশের মানুষকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে লিখিত বিবৃতিতে।
