ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের মধ্যে ৪৩টি জাহাজই আটক করেছে ইসরায়েল নৌবাহিনী। এ অবস্থায় ত্রাণবাহী জাহাজগুলো নিয়ে আল্লাহর দরবারের বিশেষ প্রার্থনা জানিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ প্রার্থনা জানান তিনি।
মহান আল্লাহকে স্মরণ করে আজহারি বলেন, ‘প্রভু হে! একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাইবোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে।’
গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা বন্দর থেকে খাদ্য ও ওষুধে পূর্ণ ৪৩টি নৌযানের বহর নিয়ে গাজার উদ্দেশে রওনা দেয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়।
জাহাজগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে আছেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক বর্ণবাদবিরোধী নেতা ও প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা এবং তুরস্ক, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, বেলজিয়ামের ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক।
এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইলেও নির্লজ্জ নেতানিয়াহু এইসবে কোনো কর্ণপাতই করছেনা।
গাজা পৌঁছানোর আগেই সুমুদ ফ্লোটিলার ‘যাত্রা শেষ’: ইসরায়েল