দেশজুড়ে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাসের পাশাপাশি কুয়াশার দাপট বাড়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার ও মঙ্গলবার দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কুয়াশার প্রভাব বেশি থাকবে। বুধবার নাগাদ রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ফলে চলতি সপ্তাহের শেষ দিকে শীতের অনুভূতি আরও প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে।
