পৌষের প্রথম সপ্তাহে জেঁকে বসেছে শীত। ঋতুচক্রের সৌন্দর্যময় একটি অধ্যায়। এই ঋতু প্রকৃতিকে যেমন এক অনন্য রূপে সাজিয়ে তোলে, তেমনি প্রকৃতিতে ভিড় করতে থাকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। পৃথিবীর উত্তর মেরুর দেশ সাইবেরিয়া, ফিলিপস, অস্ট্রেলিয়া, রাশিয়া, ফিনল্যান্ড, এন্টার্কটিকাসহ অনেক অঞ্চলে তাপমাত্রা যখন মাইনাস শূন্য ডিগ্রিতে নেমে আসে, তখন সেখানে দেখা দেয় প্রচণ্ড খাদ্যাভাব। তীব্র শীতে পাখির দেহ থেকে পালক খসে পড়ে। তাই প্রতিবছরের মতো এ বছরও শীতের শুরুতে চর অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আমাদের দেশে এসেছে।
চরফ্যাশনের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ঢালচর, কুকরি-মুকরি ও পর্যটন কেন্দ্র তারুয়া বীচে পাখিদের হাট বসেছে। বিচিত্র পাখ-পাখালির মধুময় কলোতানে মুখরিত হয়ে উঠেছে এখানকার জনপদ।











