ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শীতে পরিযায়ী পাখির হাট বসেছে চরফ্যাশনে

চরফ্যাশনের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ঢালচর, কুকরি-মুকরি ও পর্যটন কেন্দ্র তারুয়া বিচে পাখিদের হাট বসেছে। বিচিত্র পাখ-পাখালির মধুময় কলোতানে মুখরিত হয়ে উঠেছে এখানকার জনপদ।

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পিএম

পৌষের প্রথম সপ্তাহে জেঁকে বসেছে শীত। ঋতুচক্রের সৌন্দর্যময় একটি অধ্যায়। এই ঋতু প্রকৃতিকে যেমন এক অনন্য রূপে সাজিয়ে তোলে, তেমনি প্রকৃতিতে ভিড় করতে থাকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। পৃথিবীর উত্তর মেরুর দেশ সাইবেরিয়া, ফিলিপস, অস্ট্রেলিয়া, রাশিয়া, ফিনল্যান্ড, এন্টার্কটিকাসহ অনেক অঞ্চলে তাপমাত্রা যখন মাইনাস শূন্য ডিগ্রিতে নেমে আসে, তখন সেখানে দেখা দেয় প্রচণ্ড খাদ্যাভাব। তীব্র শীতে পাখির দেহ থেকে পালক খসে পড়ে। তাই প্রতিবছরের মতো এ বছরও শীতের শুরুতে চর অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি  আমাদের দেশে এসেছে।

চরফ্যাশনের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ঢালচর, কুকরি-মুকরি ও পর্যটন কেন্দ্র তারুয়া বীচে পাখিদের হাট বসেছে। বিচিত্র পাখ-পাখালির মধুময় কলোতানে মুখরিত হয়ে উঠেছে এখানকার জনপদ।

 

শীতের শুরুতে আসতে শুরু করে পরিযায়ী পাখি। চর কুকরি মুকরির দ্বীপে বিশ্রামতর অতিথি পাখি। ছবি: খবর সংযোগ

চরফ্যাসন উপজেলা জনমানবহীন গহীন অরণ্যাবৃত তারুয়ার বিচ যেন পাখিদের এক সবুজ অভয়ারণ্য। এখানকার অন্তত ২০টি চরে আশ্রয় নিয়েছে এসব পাখি। ছবি: খবর সংযোগ

 পরিযায়ীপাখিদের আগমনকে কেন্দ্র করে একদিকে বেড়েছে বনাঞ্চলের সৌন্দর্য অন্যদিকে পর্যটকরাও ছুটে আসছেন পাখি দেখতে। ছবি: খবর সংযোগ

প্রচণ্ড শীতের প্রকোপ থেকে বাঁচতে পৃথিবীর উত্তর মেরুর দেশ সাইবেরিয়া, ফিলিপস, অস্ট্রেলিয়া, রাশিয়া, ফিনল্যান্ড, অ্যান্টার্কটিকাসহ অনেক অঞ্চল থেকে ছুটে আসে বাংলাদেশে। ছবি: খবর সংযোগ

শীতের শুরুতে চরফ্যাশনের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলে পরিযায়ীপাখিদের আগমন শুরু হয়েছে। এখানকার চরগুলো পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত। ছবি: খবর সংযোগ

সকাল থেকে খাবার সংগ্রহে ব্যস্ত থাকা পাখিগুলো ডানা মেলে উড়ে চলা ও কলকাকলীতে মুখর থাকে চরগুলো। ছবি: খবর সংযোগ

শীতের অতিথি পাখির মধ্যে উল্লেখযোগ্য হলো- খয়রা, চখাচখি, বালিহাঁস, কার্লিউ, বুনোহাঁস, ছোট সারস, বড় সারস, কাদাখোঁচা, হেরন, নিশাচর ডুবুরি, চিতি প্রভৃতি। ছবি: খবর সংযোগ

বঙ্গোপসাগরের কোলঘেঁষা ঢালচর, মনপুরা, কলাতলীর চর, চর কুকরি মুকরি, চর শাহজালাল, চরশাজাহান, চর পিয়াল, আইলউদ্দিন চর, চরনিজাম, ডেগরারচরসহ মেঘনা-তেঁতুলিয়ার উপক‚লবর্তী মাঝের চর, মদনপুরাসহ বিভিন্ন চরে পাখিদের আনা-গোনা। ছবি: খবর সংযোগ

জনমানবহীন গহীন অরণ্যাবৃত তারুয়ার বিচ যেন পাখিদের এক সবুজ অভয়ারণ্য। ছবি: খবর সংযোগ

বছরের এর সময়টা তারুয়ায় ৫ কিলোমিটার জুড়ে হরেক রকম পাখির কলোকাকলীতে সরব হয়ে ওঠা শীতের সময়টা যেন নতুন রূপ লাভ করে। ছবি: খবর সংযোগ

শীত শেষ হলে আবার তারা নিজেদের দেশে ফিরে যায়। ছবি: খবর সংযোগ

 

 

 

 

RA
আরও পড়ুন