আবারও শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

গতকাল সকাল ৯ টায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে।

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ এএম

একদিনের ব্যবধানে আবারও মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে শীতের জেলা পঞ্চগড়। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

তেঁতুলিয়ায় আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। 

স্থানীয়রা বলেন, হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলছে। পায়ের তলার মাটিও বরফের মতো লাগে। বিশেষ করে রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ। পরিবার-পরিজন নিয়ে তাদের কষ্টে দিনযাপন করতে হচ্ছে। শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে তাপ নিতে হচ্ছে।

শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তেতুঁলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের কাছে হওয়ায় তীব্র শীত অনুভুত হচ্ছে তেঁতুলিয়ায়। মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। যা গতকাল সকাল ৯ টায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে।

AHA/KK