ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজ পহেলা ফাল্গুন

প্রকৃতিতে বসন্তের রঙিন আভাস

‘আহা আজি এ বসন্তে...।’ এসে গেছে ঋতুরাজ বসন্ত। বসন্তের এই আনন্দ আয়োজন প্রকৃতির এক অনন্য উপহার। নতুন রঙে, নতুন গন্ধে, নতুন সুরে প্রকৃতি যেন প্রাণের স্পন্দন জাগিয়ে তুলেছে।

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ এএম

আজ পহেলা ফাল্গুন—ঋতুরাজ বসন্তের প্রথম প্রহর। প্রকৃতির ক্যানভাসে বসন্ত তার রঙের তুলিতে এঁকে দিচ্ছে প্রাণময় এক দৃশ্যপট। গাছে গাছে ফুটছে শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া। আমের বনে মুকুলের ঘ্রাণ। কোকিলের মধুর কূজনে মুখরিত হয়ে উঠেছে চারদিক, ফুলের বাগানে ভ্রমরের ব্যস্ত আনাগোনা। এ যেনো শীতের আবরণ সরিয়ে প্রকৃতি ধীরে ধীরে উন্মোচন করছে তার নিজস্ব রঙিন রূপ।

কোথাও কেউ হয়তো আনমনে গাইছে—‘আহা আজি এ বসন্তে...।’ এসে গেছে ঋতুরাজ বসন্ত। বসন্তের এই আনন্দ আয়োজন প্রকৃতির এক অনন্য উপহার। নতুন রঙে, নতুন গন্ধে, নতুন সুরে প্রকৃতি যেন প্রাণের স্পন্দন জাগিয়ে তুলেছে।

রাজধানীর ফুলের দোকানগুলোতেও লেগেছে বসন্তের ছোঁয়া। ফুলের কেনাবেচা বেড়েছে কয়েকগুণ। বসন্তের নানা ফুলের বাহার সাজানো দোকানগুলো, তরুণ-তরুণীদের পোশাকে জায়গা করে নেয় বিভিন্ন ফুল। মেয়েদের খোঁপায় ফুলের মালা বসন্ত উৎসবের আনন্দে যোগ করে ভিন্নমাত্রা।

ইট, কাঠ, কাচ আর ইস্পাতের নগরেও আজ অনেকে বাসন্তী সাজ আর ভালোবাসার ফুলে ছড়িয়ে দেবে প্রাণের উচ্ছ্বাস। হৃদয়ে বসন্তের উষ্ণতা নিয়ে আজ বাইরে পা দেবেন অনেকে। এদিন প্রিয় মানুষের সঙ্গে একান্তে নিজেদের মতো করে কাটাবেন। বিশেষ করে তরুণ প্রজন্ম দিনটিকে বেছে নেবে প্রিয় মানুষের কাছে একান্ত কিছু কথা বলার জন্য।

আজ যেসব আয়োজন
ঋতুরাজ বসন্তকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ, উত্তরার ৩ নম্বর সেক্টরে মুক্তমঞ্চ, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কসহ রাজধানীতে একাধিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে জাতীয় বসন্ত উৎসব আয়োজক কমিটি।

এদিকে চারুকলার বকুলতলায় (চারুকলা অনুষদ) অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বকুলতলায় ফাল্গুনকে বরণে বণার্ঢ্য আয়োজন থাকছে। চারুকলার আয়োজনে থাকবে শাস্ত্রীয় সঙ্গীত, বসন্তের গান, কবিতা আবৃত্তি, লোকগান এবং নৃত্য। এ আয়োজনে মোট ৪২টি সাংস্কৃতিক দল অংশ নেবে। রাজধানীর অন্য দুটি ভেন্যুতেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

এদিকে পহেলা ফাল্গুনের পাশাপাশি একইদিনে ভালোবাসা দিবসও উদযাপিত হবে। এ নিয়ে তরুণ-তরুণীদের মনে রয়েছে বাড়তি উদ্দীপনা। 

AHA
আরও পড়ুন