আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর ২০২৫ রাতের আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক ঘটনা- পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেটি চলবে প্রায় ৮২ মিনিট। এই দীর্ঘ সময়জুড়ে চাঁদ রূপ নেবে লালচে আভায় ভরা ‘ব্লাড মুনে’, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম দীর্ঘস্থায়ী গ্রহণ।
বিশেষজ্ঞদের মতে, এই দৃশ্য এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে পরিষ্কারভাবে দেখা যাবে। ফলে বিশ্বের কোটি কোটি মানুষ সরাসরি এই চোখধাঁধানো প্রাকৃতিক শো উপভোগ করতে পারবেন।
কেন হয় এই রক্তিম চাঁদ

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়, ফলে পৃথিবীর অন্ধকার ছায়া (অম্ব্রা) চাঁদের ওপর পড়ে। তবে চাঁদ অদৃশ্য না হয়ে লালচে বর্ণে ঝলমল করে, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো রে-লি স্ক্যাটারিং (Rayleigh scattering)। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছায়, যেখানে লাল-কমলা তরঙ্গদৈর্ঘ্যের আলো বেশি প্রবলভাবে প্রতিফলিত হয়।
কেন এই গ্রহণ গুরুত্বপূর্ণ

- দীর্ঘতম সময়কাল: প্রায় ৮২ মিনিট ধরে চলবে সম্পূর্ণ গ্রহণ।
- বিস্তৃত দৃশ্যমানতা: পুরো পূর্ব গোলার্ধে দেখা যাবে পরিষ্কারভাবে।
- আবেগঘন মুহূর্ত: জ্যোতির্বিজ্ঞানপ্রেমী, আলোকচিত্রী ও সাধারণ দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।
কুসংস্কার নয়, বিজ্ঞান
যদিও একে ‘ব্লাড মুন’ বলা হয়, এতে কোনো অলৌকিকতা নেই। এটি সম্পূর্ণ একটি বৈজ্ঞানিক ঘটনা, যা আমাদের সৌরজগতের স্বাভাবিক গতি-প্রকৃতিরই অংশ।
প্রস্তুতি নিয়ে রাখুন
এই ৭-৮ সেপ্টেম্বর ২০২৫ রাতে চোখ রাখুন আকাশে। খুঁজে নিন নির্মল ও আলোবিহীন একটি স্থান, সঙ্গে নিন ক্যামেরা বা দূরবীক্ষণ যন্ত্র-আর উপভোগ করুন প্রকৃতির এই ব্যতিক্রমী উপহার।
সারাদেশে ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা কমবে ২ ডিগ্রি
সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
৬ অঞ্চলে ঝড়ের আভাস, হতে পারে বজ্রসহ বৃষ্টি