বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-অন্ধ্র উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাব বাংলাদেশের মূল ভূখণ্ডে তেমন না পড়লেও উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম ও কক্সবাজারে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।’
হাফিজুর রহমান আরও জানান, ‘মৌসুমি বায়ু এখন বিদায় নেওয়ার সময় পার করছে। এজন্য দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতেও ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের বেলা রোদ ও আর্দ্রতার কারণে গরম অনুভূত হচ্ছে।’
বর্তমানে সমুদ্রবন্দরগুলোতে কোনো ধরনের সতর্কতা সংকেত নেই। তবে নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম। তা সত্ত্বেও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোকে নজরদারির আওতায় রাখা হচ্ছে।
মেঘ-বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির আভাস 