ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১২:৫২ পিএম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া আর্দ্রতার কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা দেখা দিচ্ছে। বিশেষ করে দুপুরের দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশপাশের অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার এই পূর্বাভাসকে কেন্দ্র করে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে দুপুরের সময় বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

NB/AHA
আরও পড়ুন