৩০০ ফিট এলাকায় প্রস্তুত ১৭টি অ্যাম্বুলেন্স

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার ঐতিহাসিক মুহূর্ত উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা ও কুড়িল বিশ্বরোডে ব্যাপক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে অংশ নিতে আসছেন। এই মেগা আয়োজনকে কেন্দ্র করে সমাবেশস্থলসহ আশপাশের এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুড়িল বিশ্বরোড ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোট ১৭টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এসব অ্যাম্বুলেন্সের ওপর লেখা রয়েছে- ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জরুরি স্বাস্থ্যসেবা’। এসব অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসার যাবতীয় সরঞ্জাম রাখা হয়েছে, যাতে কোনো নেতা-কর্মী অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয়।

অ্যাম্বুলেন্সের চালক সুমন জানান, সমাবেশ শুরুর আগেই সবগুলো অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। প্রতিটি অ্যাম্বুলেন্সে থাকবে একটি দক্ষ মেডিকেল টিম, যাতে অস্বস্তি বা অসুস্থতার সম্মুখীন হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটবর্তী হাসপাতালে পাঠানো যায়।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পুরো এলাকা সুরক্ষিত রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে, যাতে সমাবেশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

বিশেষ এই দিনটি স্মরণীয় করে তুলতে বিএনপি নেতাকর্মীরা সমবেত হয়ে উৎসবের মেজাজে থাকলেও, সবার নিরাপত্তা ও সুস্থতার জন্য জরুরি স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

AHA
আরও পড়ুন