ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিডিএস ভর্তি পরীক্ষায় নেতিবাচক কিছু ঘটেনি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০২:১৭ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, পরীক্ষা শুরুর এক মাস আগে থেকেই পরীক্ষার দিন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ডিজি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক ছিলেন। তাই এবার বিডিএস ভর্তি পরীক্ষায় নেতিবাচক কিছু ঘটেনি।

শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর ফুলার রোডের উদয়ন বিদ্যালয়ে বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সারা দেশে অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনরকম অনিয়মের খবর পাওয়া যায়নি।

ডা. সামন্ত লাল সেন বলেন, এ বছর ডেন্টাল বিভাগে সরকারি ৫৪৫ ও বেসরকারি ১৪০৫ আসনের বিপরীতে ৫০ হাজার ৭৯৫ জন প্রার্থী অংশ নিয়েছে। পরীক্ষার কেন্দ্র সংখ্যা ১২ এবং ভেন্যু সংখ্যা ২০। দেশে বর্তমানে সরকারি ডেন্টাল কলেজ ১টি এবং ৮টি সরকারি ডেন্টাল ইউনিট রয়েছে। অন্যদিকে, বেসরকারি পর্যায়ে মোট ২৬টি ডেন্টাল কলেজ রয়েছে।

এ সময় মন্ত্রী দেশের অবৈধ স্বাস্থ্যকেন্দ্র বন্ধে অভিযান চলামান রাখা, চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নে গুরুত্ব, ডেঙ্গুর প্রকোপ রোধে করণীয় ও তামাক আইন কার্যকর করাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

RA/FI
আরও পড়ুন