দেশে হার্টের রিং (স্টেন্ট) এর নতুন নির্ধারিত মূল্য আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন।
তিনি বলেন, জীবন রক্ষাকারী এ গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রের দাম সহনীয় রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে পেসমেকার, বেলুন, ক্যাথেটারসহ হার্টের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের মূল্য নির্ধারণে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করে।
ডা. আকতার হোসেন জানান, আমেরিকার তিনটি কোম্পানির স্টেন্টের বাজারদর, প্রতিবেশী দেশের মূল্য, কর, ভ্যাট ও অন্যান্য খরচ বিশ্লেষণ করে কমিটি সুপারিশ করে। পরে গত ৩ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগ সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে।
তিনি বলেন, নতুন দামে স্টেন্ট কিনতে পারলে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। তবে কিছু আমদানিকারকের হাতে পুরোনো দামের পণ্য মজুত থাকায় তারা কিছুটা সময় চেয়েছে। তবুও জনস্বার্থে এবং গণমাধ্যমে বিষয়টি আলোচিত হওয়ায় নতুন দামের পণ্যের জন্য রোগীদের চাপ তৈরি হয়েছে। ধাপে ধাপে হার্টের চিকিৎসায় ব্যবহৃত সব মেডিকেল ডিভাইসের দাম যৌক্তিকভাবে পুনঃনির্ধারণের কাজ চলবে।
বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু