ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাসপাতালে ভর্তি আরও ৩৫৭ 

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৪:১৭ এএম

সারা দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫৭ জন রোগী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৭ হাজার ১১৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। তাই চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা ১০৫ জনই আছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৫৫ জন ডেঙ্গু রোগীকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ২৫ হাজার ৭৩১ জন রোগী ছাড়পত্র পেয়েছে।

MH/MMS
আরও পড়ুন