ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৪৩

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম

দুই দিনের বিরতি শেষে দেশে আবারও বাড়লো ডেঙ্গুজনিত প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে মারা গেছেন আরও ৪ জন। একই সময়ে নতুন করে ১,১৪৩ জন রোগী শনাক্ত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু ২৬৩ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ হাজার ৪৪০ জনে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবরের শেষভাগে এসে ডেঙ্গুর সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুহার এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। তারা নগর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার পরামর্শ দিয়েছেন।

DR/LH
আরও পড়ুন