দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত একদিনে নতুন ভর্তিদের মধ্যে সর্বোচ্চ ৯৮ জন চট্টগ্রাম বিভাগের। এছাড়া ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৫ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন এবং খুলনা বিভাগে ২২ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৮৯৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫৩ জনের। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জনসহ চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৫ হাজার ৭০৩ জন।
পরিসংখ্যান বলছে, গত বছর (২০২৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
অপরিণত শিশুর যত্নে বিশেষ সতর্কতা 