ঢাকা
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভূমিকম্পে সোহরাওয়ার্দী কলেজের ভবনে ফাটল, আতঙ্কে শিক্ষার্থীরা 

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পুরাতন ভবনে ভূমিকম্পের ফলে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের পর কলেজের দেয়ালে একাধিক চিড় ধরা পড়ে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে সংঘটিত ভূমিকম্পের সময় ভবনের একটি অংশের দেয়াল খসে পড়ে। সরেজমিন ঘুরে দেখা যায়, ভূমিকম্পে পুরাতন ভবনের কলামে বড় ফাটল ধরেছে। এছাড়াও কয়েকটি ডিপার্টমেন্টের ছাদের প্লাস্টার খসে পড়েছে।

সোহরাওয়ার্দী কলেজের ভবনে ফাটল

এদিকে অডিটোরিয়াম ভবন ঘুরে দেখা গেছে, ভবনের কলাম ও দেয়ালে বড় ফাটল ধরেছে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে কেউ আহত হয়নি বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনা জানাজানি হতেই শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ দেখা দেয়। অনেকেই ভবনের পুরোনো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

সোহরাওয়ার্দী কলেজের ভবনে ফাটল

অভিভাবকরা জানান, আমাদের সন্তান এখানে প্রতিদিন ক্লাস করে। ভবনটি সত্যিই যদি ঝুঁকিপূর্ণ হয়, তাহলে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত।

সোহরাওয়ার্দী কলেজের ভবনে ফাটল

অন্যদিকে শুধু কলেজ নয়, আশপাশের এলাকার বাসিন্দারাও সামান্য সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই জানালা–দরজার কাঁপুনি অনুভব করেছেন বলে জানান।

সোহরাওয়ার্দী কলেজের ভবনে ফাটল

অনার্সের শিক্ষার্থী ফিরোজ হাসান জানান, ‘ভবনটা পুরোনো, সবাই সেটা জানে। আজকের ফাটল দেখে মনে হচ্ছে এখনই স্ট্রাকচারাল টেস্ট করা দরকার। শুক্রবারে ক্যাম্পাস ফাঁকা ছিল- এটাই আমাদের জন্য সৌভাগ্য। না হলে কি যে হতো।’ 

সোহরাওয়ার্দী কলেজের ভবনে ফাটল

এর আগে এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে ঢাকার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়, যা মুহূর্তেই সারাদেশে আতঙ্ক সৃষ্টি করে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন বাসা-বাড়ি থেকে মানুষজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায়।

সোহরাওয়ার্দী কলেজের ভবনে ফাটল

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে ১৩ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। এর স্থানাঙ্ক ছিল Latitude 23.77°N এবং Longitude 90.51°E (Madhabdi, Dhaka)। 

LH
আরও পড়ুন