দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
প্রতিষ্ঠানটি তাদের ‘ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন’-এর জন্য ‘জুনিয়র অফিসার’ থেকে ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে।
পদের নাম: জুনিয়র অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার
বিভাগ: ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন (ICC)
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএম অথবা যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে বা বাণিজ্যিক ব্যাংকের আইসিসি বিভাগে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা। প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী মাসিক বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ১০ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এনসিসি ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.nccbank.com.bd) ভিজিট করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
যমুনা গ্রুপে ‘ইনচার্জ’ পদে নিয়োগ, আবেদন অনলাইনে