৮ পদে আর্মি মেডিকেল কলেজে চাকরি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৫ এএম

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পৃথক আট পদে জনবল নেবে কলেজটি। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারেন। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আর্মি মেডিকেল কলেজ, বগুড়া
পদের বিবরণ:

চাকরির ধরন: স্থায়ী

কর্মস্থল: বগুড়া সেনানিবাস

আগ্রহী প্রার্থীরা এই লিঙ্কে ক্লিক  করে আবেদনপত্র সংগ্রহ করতে পারেন।

আবেদনের ঠিকানা: চিফ এক্সিকিউটিভ অফিসার, আর্মি মেডিকেল কলেজ বগুড়া, বগুড়া সেনানিবাস, বগুড়া এই ঠিকানায় ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে জমা দিতে পারবেন।

আবেদন ফি: ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বগুড়া সেনানিবাস শাখা অনুকূলে চিফ এক্সিকিউটিভ অফিসার, আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক পদের জন্য ১,৫০০ টাকা, রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার পদের জন্য ১,০০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আগ্রহী প্রার্থীরা এই লিঙ্কে ক্লিক  করে আবেদনপত্র সংগ্রহ করতে পারেন। আবেদনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৪।

MB/FI
আরও পড়ুন