ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ম গ্রেডের ‘অফিসার (জেনারেল)’ পদের ৯৯৭টি শূন্য পদের বিপরীতে এই পরীক্ষাটি আগে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে এই তারিখ পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র তালিকা এবং আসন বিন্যাস যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরীক্ষার্থীদের নিয়মিত ওয়েবসাইট পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
চাকরি দেবে নগদ, আজই আবেদন করুন
