ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডিবিসি নিউজের নতুন সম্পাদক লোটন একরাম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম

সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন লোটন একরাম। রোববার (৩ নভেম্বর) বিকেলে সংবাদমাধ্যমটির সম্পাদক পদে যোগ দেন তিনি।

এর আগে তিনি সমকালের সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পূর্বে এই পদে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক জায়েদুল হাসান পিন্টু।

দীর্ঘ তিন দশকের সাংবাদিকতা ক্যারিয়ারে আড়াই দশকই বিএনপি বিটে কাজ করেছেন লোটন একরাম। সমকাল ছাড়াও যুগান্তর এবং আজকের কাগজ পত্রিকায় অনেক সাড়া জাগানো রাজনৈতিক প্রতিবেদন করেছেন তিনি।

প্রখ্যাত সাংবাদিক প্রয়াত আবদুস সালাম লোটন একরামের দাদা। তিনি স্বাধীনতার পর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং এর প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আব্দুস সালাম দেশের প্রথম ইংরেজি পত্রিকা পাকিস্তান অবজারভারের প্রথম সম্পাদক ছিলেন।

প্রয়াত কীর্তিমান সাংবাদিক এবিএম মূসা লোটন একরামের আপন ফুফা।

WA
আরও পড়ুন