ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নিবন্ধন সনদ পেল ‘খবর সংযোগ ডটকম’

এর আগে, গত ১৭ ডিসেম্বর খবর সংযোগ ডটকমকে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে অনুমোদন দেয় তথ্য অধিদপ্তর। 

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নিবন্ধন পেয়েছে জনপ্রিয় নিউজ পোর্টাল ‘খবর সংযোগ ডটকম’।

মঙ্গলবার (২১ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক চিঠিতে এই তথ্য জানানো হয়। 

চিঠিতে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী ‘খবর সংযোগ ডটকম‘কে নিবন্ধন দেয়া হল।

এছাড়া নিউজ পোর্টালটিকে সরকার কর্তৃক নির্ধারিত শর্তাবলী মেনে চলতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ১৭ ডিসেম্বর খবর সংযোগ ডটকমকে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে অনুমোদন দেয় তথ্য অধিদপ্তর।

এরপর বিধি-বিধান অনুযায়ী নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিয়ে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন সম্পন্ন করে পোর্টালটি। পরে সরকারি বিধি অনুযায়ী সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে  ‘খবর সংযোগ ডটকম’ এর স্বত্ত্বাধিকারী শেখ নজরুল ইসলাম বরাবর নিবন্ধন সনদ দেয়া হয়। পোর্টালটির নিবন্ধন নম্বর ২৩২।

JA
আরও পড়ুন