অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশন করতে হবে ৩০ অক্টোবরের মধ্যে

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০২:২৪ পিএম

একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন। এর বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো ৩০ অক্টোবরের মধ্যে অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করতে হবে, বিটিআরসি অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। নিবন্ধিত সিম জানতে *16001# ডায়াল করুন।

নির্ধারিত সংখ্যার বেশি সিম থাকলে তা অবৈধ হিসেবে গণ্য হবে এবং সেগুলো যেকোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে।

বিটিআরসি জানিয়েছে, অবৈধ সিম ব্যবহার রোধ, সাইবার অপরাধ ও নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাহকদের নিজ উদ্যোগে সিম যাচাই করে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত সিম নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। সময়মতো ডি-রেজিস্ট্রেশন না করলে গ্রাহককে আইনগত জটিলতায় পড়তে হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিম যাচাইয়ের সহজ উপায়

নিজ নামে কয়টি সিম চালু রয়েছে তা জানতে *16001# ডায়াল করে সহজেই যাচাই করা যাবে। ফিরতি এসএমএসে সকল সিম নম্বরের তালিকা পাঠানো হবে।

NB/SN
আরও পড়ুন