ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নারীর সঙ্গে উপদেষ্টার ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমার স্ক্যানার

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৬:৩১ পিএম

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক নারীর ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে তাদের একটি হোটেল কক্ষে দেখা যাচ্ছে। তবে, তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার দাবি করেছে যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

রিউমর স্ক্যানার জানিয়েছে, তাদের অনুসন্ধানে জানা গেছে যে দুইজনের ভিন্ন দুটি ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির সাহায্যে ছবিটি তৈরি করা হয়েছে।

সংস্থাটির তুলনামূলক বিশ্লেষণে ছবিতে বেশ কিছু এআই-জনিত অসঙ্গতি ধরা পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি অসঙ্গতি হলো, মূল ছবিতে থাকা নারীর হাতে থাকা ফুলটি ভাইরাল ছবিতে অসম্পূর্ণ ও বিকৃত অবস্থায় দেখা যাচ্ছে। এটি ছবির কৃত্রিমতাকে স্পষ্ট করে তুলেছে।

রিউমর স্ক্যানারের এই প্রতিবেদনটি সমাজে ভুল তথ্য ও এআই-সৃষ্ট ছবির মাধ্যমে ছড়ানো গুজব সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে।

MMS
আরও পড়ুন