‘তথ্যের স্রোতে, সত্যের পথে’স্লোগান ধারণ করে তৃতীয় বছরে পর্দাপন করছে অনলাইন সংবাদমাধ্যম বাংলাদেশ মেইল২৪.নিউজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বাংলাদেশ মেইল২৪.নিউজের প্রতিনিধি সম্মেলন ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মহতী এই অনুষ্ঠান শুরু হয় রাজধানীর রাজারবাগ ‘হোটেল গ্রান্ড সার্কেল ইন’এর হল রুমে।
এদিন বিকেল ৩:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত জেলা-উপজেলা এবং ইউনিভার্সিটি প্রতিনিধিদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এসময় তাদের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন মাল্টিমিডিয়া ট্রেইনার অমৃত মালৎগী।
দীর্ঘ বিরতির পর ৬:৪৫ মিনিটে কেক কেঁটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা উদযাপন করা হয়।
কেক কাঁটা শেষে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এখন টিভির গবেষক মেসবাহ য়াযাদ বলেন,‘আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় কিছুটা ব্যতিক্রম। সমাজের প্রতিটি বিষয়ে আমরা গভীরভাবে লক্ষ রাখি এবং সেগুলো পাঠক-দর্শকের সামনে তুলে ধরি। গণমাধ্যমকর্মীদের দায়িত্ব শুধু তথ্য পৌঁছে দেওয়া নয়, বরং সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখা।’
রাত ৮টার সময় অনুষ্ঠান স্থলে উপস্থিত হয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এসময় চিত্রনায়িকা অপু বিশ্বাস তার বক্তব্যে বলেন,‘বাংলাদেশ মেইল২৪.নিউজ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে উপস্থিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি ছাড়া এখানে উপস্থিত সবাই গুণীজন। তারপরও আমার প্রতি যে আন্তরিক ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা হয়েছে, তাতে আমি অত্যন্ত খুশি হয়েছি। আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ মেইল২৪.নিউজ এর আগামী দিনে আরও সমৃদ্ধি ও সাফল্য কামনা করি।’
এসময় চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ৪০ গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাদের সকলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকবৃন্দ।
বাংলাদেশ মেইল২৪.নিউজ এর প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন সংবাদমাধ্যমের ভূমিকা, চলমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন, ‘বাংলাদেশ মেইল২৪.নিউজ পাঠকের প্রকৃত চাহিদা পূরণ করবে। এমনটাই আমার বিশ্বাস। সংবাদ পরিবেশনে সঠিকতা ও বিশ্বাসযোগ্যতাই হবে এ প্রতিষ্ঠানের মূল শক্তি। আমরা চাই, কেউ যেন কখনো বলতে না পারে ভুয়া সাংবাদিক। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেই এই মাধ্যম পাঠকের আস্থা অর্জন করবে।’
সভাপতির বক্তব্যে বাংলাদেশ মেইল২৪.নিউজ এর সম্পাদক এম এ রাশেদ তালুকদার বলেন,‘আজকের এই আয়োজন সফল করতে যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই অনুষ্ঠানে যদি কোনো ব্যর্থতা থেকে থাকে, তার দায়ভার আমার। আর সব সফলতার কৃতিত্ব আপনাদের।’
তিনি বলেন, ‘বাংলাদেশ মেইল২৪.নিউজ মাঠপর্যায়ের অজানা সত্য খুঁজে বের করে পাঠকের সামনে তুলে ধরার অঙ্গীকার নিয়ে কাজ করছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে চাই। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ মেইল২৪.নিউজ পথচলা শুরু করেছিল। আগামীতেও সেই নীতিকে সামনে রেখে কাজ করে যাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খোকন।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মেইল২৪.নিউজের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ সব বিভাগের কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন আর নেই
সাংবাদিক তুহিন হত্যায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিলো পুলিশ