ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ ৩৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি তুলে ধরেন সংগঠনের মহাসচিব কাদের গণি চৌধুরী।

বক্তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তারা দাবি জানান- সাগর-রুনি হত্যার দ্রুত বিচার সম্পন্ন করা, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা, সাংবাদিকদের নূন্যতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, সাপ্তাহিক দুই দিন ছুটি ঘোষণা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।

বিক্ষোভ সমাবেশে দেশের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের দাবিগুলো অবহেলা করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

২০১২ সালের ফেব্রুয়ারিতে সাংবাদিক সাগর সারওয়ার ও মেহেরুন রুনিকে তাদের বাসায় হত্যা করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার বিচার এখনো সম্পন্ন হয়নি, যা নিয়ে সাংবাদিক সমাজের ক্ষোভ অব্যাহত রয়েছে। বিএফইউজে নেতারা বলেন, এই ৩৯ দফা বাস্তবায়ন না হলে সাংবাদিক সমাজ একযোগে আন্দোলনে নামবে।

DR/FJ
আরও পড়ুন