‘মহান বিজয় দিবস ২০২৫’ উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের বিজয়ের ৫৪ বছর পূর্তিতে থাকছে বিশেষ চমক ও বর্ণাঢ্য আয়োজন।
বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে তিন বাহিনীর ফ্লাইপাস্ট ও ব্যান্ড শো অনুষ্ঠিত হবে। বিশেষ আকর্ষণ হিসেবে বেলা ১১টা ৪০ মিনিটে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর স্মরণে প্যারাস্যুটিং করবেন। এই আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া দেশের অন্যান্য শহরেও ফ্লাইপাস্ট ও ব্যান্ড শো অনুষ্ঠিত হবে।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে সব জেলা-উপজেলায় তিন দিনব্যাপী বিজয়মেলা এবং শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ১৫ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আ্যাক্রোবেটিক শো ও যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’ মঞ্চস্থ হবে। ১৬ ডিসেম্বর সারা দেশে একযোগে নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে গাওয়া হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘এবারের বিজয়ের উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি চলছে।’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, চব্বিশের গণ-অভ্যুত্থানের প্রেরণা ও নতুন প্রজন্মের অংশগ্রহণ এবারের বিজয় দিবসকে স্মরণীয় করে রাখবে।
দিবসটি উপলক্ষে সরকারি ভবনে আলোকসজ্জা ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাদুঘর, বিনোদন কেন্দ্র ও সিনেমা হলগুলোতে বিনা টিকিটে প্রবেশের সুযোগ থাকবে। এছাড়া বিভিন্ন বন্দরে নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস: পুলিশকে সতর্ক থাকার নির্দেশ