প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির সাক্ষাৎ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বিএনপির প্রতিনিধি দলে থাকছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। জামায়াতের প্রতিনিধি দলেথাকছেন মিয়া গোলাম পরওয়ার, এহসানুল মাহবুব জুবায়ের এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বিএনপির পক্ষ থেকে দলটির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওয়ানা হয়েছেন তারা দুইজন। তবে, এই সাক্ষাতের বিষয়বস্তু কি সেটি জানাননি শায়রুল কবির খান।

ধারণা করা হচ্ছে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ১৭ বছর পর বাংলাদেশ আসছেন। তার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টাকে অবহিত করা হবে। এছাড়া ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলির ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়াও, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকের পর দুপুর ১২টার দিকে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের পাশাপাশি ইনকিলাব মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে আরেক দফা বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

SN