ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলাটি গোয়েন্দা শাখা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়। ওসমান হাদির এক আত্মীয় এই মামলার বাদি বলে জানিয়েছেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান।
এদিকে, গুরুতর আহত হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশে নেওয়া হয়েছে। তার সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুর গেছেন। এর আগে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে আনা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুল্যান্সে তুলে দেয়ার সময় স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই জন এবং এ ঘটনায় অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গত শুক্রবার (১২ ডিসেম্বর) মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। আজ দুপুরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়।
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে হাদি
বিমানবন্দরে হাদি
হাদির সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন যারা