ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ২২ মিনিটে তাকে বহন করতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করে। দুপুর ২টার মধ্যেই হাদিকে নিয়ে বিমানটির সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাদির সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি এবং রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল।
গত শুক্রবার দুপুরে পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের এই সম্ভাব্য এমপি প্রার্থী। অবস্থার অবনতি হলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় তাকে বিদেশে বিশেষায়িত চিকিৎসার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
