বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
প্রফেসর ইউনূস বলেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তিনি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ।” দেশ ও জাতির প্রতি তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার চলতি মাসেই তাকে ‘রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছিল বলে তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা তার বার্তায় খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে বলেন, ১৯৮২ সালে সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে এসে তিনি স্বৈরশাসক এরশাদের ৯ বছরের দুঃশাসনের পতন ঘটাতে প্রধান ভূমিকা পালন করেন। এছাড়া নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি ও অবৈতনিক শিক্ষা চালু এবং দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে তার নেওয়া পদক্ষেপগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে।
বেগম জিয়ার ‘আপসহীন’ নেতৃত্বের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে তিনি ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ কারাবাস সত্ত্বেও তিনি মাথা নত করেননি। নির্বাচনি রাজনীতিতে তার অভূতপূর্ব সাফল্যের কথা উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, বেগম জিয়া কখনও কোনো নির্বাচনে পরাজিত হননি, যা তার জনভিত্তিরই প্রমাণ দেয়।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও বিএনপি নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। জাতির এই অপূরণীয় ক্ষতির দিনে তিনি দেশবাসীকে ধৈর্য ধারণ ও দোয়া করার আহ্বান জানান।
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার
৭ দিন শোক পালন করবে বিএনপি