খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনাকে দায়ী করলেন আসিফ নজরুল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম

বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেগম জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া দেশের সকল বিদেশি দূতাবাসে শোক বই খোলা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘বেগম জিয়ার এই অকাল মৃত্যুর পেছনে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের দায় রয়েছে। জেলখানায় ওনাকে যে অকথ্য নির্যাতন ও প্রহসনমূলক রায়ের মাধ্যমে বন্দি করে রাখা হয়েছিল, তাতে ওনার স্বাস্থ্য অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়। ওনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চিকিৎসাবঞ্চিত করা হয়েছিল।’

আসিফ নজরুল আরও জানান, উচ্চ আদালতও পরবর্তীতে পর্যবেক্ষণ দিয়েছেন যে বেগম জিয়ার বিরুদ্ধে দেয়া রায়গুলো ছিল প্রতিহিংসামূলক ও ভুল। বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

১৯৪৬ সালে জন্মগ্রহণকারী খালেদা জিয়া ১৯৮১ সালে জিয়াউর রহমানের শাহাদতের পর রাজনীতিতে আসেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং আপসহীন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে 'আপসহীন নেত্রী' হিসেবে পরিচিতি পান। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত প্রতিটি নির্বাচনে তিনি যে কটি আসনে দাঁড়িয়েছেন, তার সবকটিতেই জয়লাভের অনন্য রেকর্ড গড়েন। ২০১৮ সালে বিতর্কিত মামলায় কারাবন্দি হওয়ার পর ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি সব মামলা থেকে খালাস পান।

DR
আরও পড়ুন