খেলাটা খেলার জায়গায় রাখলেই ভালো হত: রিজওয়ানা হাসান

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া ইস্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খেলাটাকে খেলার জায়গায় রাখতে পারলেই ভালো হত। তবে দেশে আইপিএল সম্প্রচার ইস্যুটির আইনগত দিকগুলো খতিয়ে দেখতে হবে।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, খেলাটাকে খেলার জায়গায় রাখতে পারলেই ভালো হত। কিন্তু খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের একটি খেলোয়াড়কে যুক্ত করার পর আবার রাজনৈতিক যুক্তিতে তাকে বাদ দেয়া হলো। এ দেশের জনগণের মনেও প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরও একটি অবস্থান নিতে হবে।
 
‘তবে, আইপিএল সম্প্রচার করা হবে কিনা, এই অবস্থানের আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে। কোন দিক থেকে মোস্তাফিজকে বাদ দেয়া হলো সেটিও দেখা হবে’, যোগ করেন তিনি।
 
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সম্প্রচার অধ্যাদেশ এবং মিডিয়া কমিশন চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার। এর ফলে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত হবে। গণভোটের সার্বিক বিষয় নিয়ে প্রচার-প্রচারণা জোরদার করার জন্য গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে।
 
তিনি বলেন, দেশের স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন ব্যত্যয় ঘটেছে বলে মনে হয় না। নির্বাচন কমিশন নির্বাচনের সার্বিক প্রক্রিয়া নিয়ে কাজ করছে। এখনো পর্যন্ত নির্বাচনের জন্য গ্রহণযোগ্য পরিবেশ রয়েছে।
 
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার কথা বলে কিংবা নির্বাচনের পরিবেশ নেই বলে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে একটি গ্রুপ ভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। তবে রাজনৈতিক দলগুলোর এগুলো নিয়ে কোনো অভিযোগ নেই।
 
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে জানিয়ে এ উপদেষ্টা বলেন, তাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবে না এটি স্পষ্ট। নির্বাচনী প্রক্রিয়া যেহেতু শুরু হয়ে গেছে, সুতরাং নির্বাচনে তাদের অংশ নেয়ার প্রশ্ন অবান্তর।

SN
আরও পড়ুন