আজ থেকে সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ এএম

জনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (৫ জানুয়ারি) থেকে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, গণ-জমায়েত, মিছিল, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করা যাবে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। মূলত গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনকারীরা সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণ-জমায়েত ও ঘেরাও কর্মসূচি পালন করে আসছিল। উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুনরায় এই কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

ডিএমপি জানিয়েছে, সরকারি অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা এবং যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতেই এই এলাকাগুলোকে সভামুক্ত রাখা জরুরি হয়ে পড়েছে।

DR/SN
আরও পড়ুন