ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) তৃতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ইসি সূত্রে জানা গেছে, আজকের শুনানিতে আপিল তালিকার ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আবেদনগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে প্রথম দুই দিনের শুনানিতে ১১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

দ্বিতীয় দিনে (রোববার) ৫৮টি আবেদন মঞ্জুর করেছে ইসি, যেখানে ৭টি আবেদন না-মঞ্জুর এবং ৬টি অপেক্ষমাণ রাখা হয়। প্রথম দিনের শুনানিতে বৈধতা পেয়েছিলেন ৫১ জন প্রার্থী।

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে এই আপিল করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

DR/AHA
আরও পড়ুন