ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠিত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম

ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৩ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৩ এর কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সে উক্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপতি তাঁর ভাষণে সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৩ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৩ কোর্সে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় রাষ্ট্রপতি গভীর সন্তোষ প্রকাশ করেন। 

ন্যাশনাল ডিফেন্স কলেজের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, এয়ার ভাইস মার্শাল মুঃ কামরুল ইসলাম, বিবিপি, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিডি(পি) রাষ্ট্রপতির উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৩ এ ৮৫ জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে ৪৩ জন, বেসামরিক প্রশাসনের ১৩ জন এবং বন্ধুপ্রতীম দেশসমূহের ২৯ জন। অপরদিকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে ৫৬ জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৩ সফলতার সাথে সম্পন্ন করেন। 

AH
আরও পড়ুন